হবিগঞ্জে বাড়ি ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে দুই নারীর ওপর হামলা এবং একজনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত শনিবার চুনারুঘাট থানায় মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের দুই নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে তিন যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে একজনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।

পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।

গতকাল চুনারুঘাট থানায় চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English
probe committee for past elections in Bangladesh

Govt launches probe into last 3 national polls

The government has formed a committee to investigate alleged corruption, irregularities and criminal activities in the last three general elections.

45m ago