খাগড়াছড়িতে অবরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অবরোধ পরিস্থিতি
ছবি: স্টার

খাগড়াছড়িতে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় এ আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে, তাই বেলা দুইটা থেকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা আদেশ জারি থাকবে।

পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে 'জুম্ম ছাত্র-জনতা'র ব্যানারে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। অবরোধকারীদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের ওপর হামলা হয়। এতে তাদের দুজন আহত হন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জুম্ম–ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা বলেন, 'শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। সবাইকে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করার আহ্বান জানাচ্ছি। কিছু দুষ্কৃতকারী আমাদের ছাত্র জনতার অবরোধকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন।'

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তাবাহিনী মিলে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Comments

The Daily Star  | English

Dhaka Customs House to remain open 24/7 over the next two days

The step has been taken to keep trade activities running after the Dhaka airport fire

41m ago