আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৬ ফেব্রুয়ারি

সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, আহসানউল্লাহ মাস্টার,
আহসানউল্লাহ মাস্টার। ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই দিন ধার্য করেন।

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার ও শিক্ষার্থী ওমর ফারুক রতনকে হত্যা গুলি করে হত্যা করে হামলাকারীরা। এ ঘটনায় আহত হন ১৭ জন।

পর দিন যুবদল নেতা নুরুল ইসলাম সরকারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আহসানউল্লাহ মাস্টারের ভাই।

এই মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঢাকার একটি আদালত ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের এক দশক পর ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট নুরুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে আদালত সাতজনের মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেন, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং ১১ জনকে মামলা থেকে খালাস দেন।

অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা পাঁচটি আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এর মধ্যে আহসানুল্লাহ মাস্টারের ভাই মতিউর রহমান, সরকার ও আসামিদের আবেদন আছে।

আপিলে আসামির মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে, যেখানে আসামিরা সাজা থেকে খালাস চেয়েছেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago