মানহানি মামলা

বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে অভিযোগ গঠন

তাপসী তাবাসসুম উর্মি। ছবি: সংগৃহীত

মানহানির মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বেঞ্চ সহকারী মো. আলমগীর হোসেন বলেন, এর আগে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দাখিল করা আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ অভিযোগ পড়ে শোনানোর পর জামিনে থাকা ঊর্মি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেন।

ম্যাজিস্ট্রেট মামলার বিচার শুরুর জন্য ৩০ এপ্রিল দিন ধার্য্য করেন।

গত ৮ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আদালতে মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।

পরে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঊর্মিকে আজ (২৮ নভেম্বর) আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত ৫ অক্টোবর ঊর্মি ফেসবুকে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার।'

এ ঘটনার পর গত ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago