ডেভিল হান্ট: গাজীপুরে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরে 'ডেভিল হান্ট' অভিযানে গত ২৪ ঘণ্টায় সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানান, গতকাল দুপুর ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত অভিযানে জেলা পুলিশ ২১ জনকে ও মহানগর পুলিশ ৭৯ জনকে গ্রেপ্তার করেছে। 

রোববার দিবাগত রাতে জেলার শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।

গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। 

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক ডেইলি স্টারকে জানান,গত ২৪ ঘণ্টায় কাপাসিয়া থানা পুলিশ ৪ জন, কালিয়াকৈর থানা পুলিশ ৩ জন, কালীগঞ্জ থানা পুলিশ ৪ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে। 

জিএমপির উপ কমিশনার আলমগীর হোসেন জানান, মহানগরীর ৮ থানার বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago