আদিবাসীদের ওপর হামলা: নাগরিক কমিটি থেকে বহিষ্কৃত সেই শাহাদাৎ সাকিব গ্রেপ্তার

শাহাদাৎ ফরাজী সাকিব (লাল চিহ্নিত)। ছবি: ভিডিও থেকে নেওয়া

মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে গত ১৫ জানুয়ারি আদিবাসীদের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিবকে মতিঝিল থানায় করা মামলায় আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে  রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শাহাদাৎ ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদ জানাতে গত ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীরা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়। সেখানে 'স্টুডেন্ট ফর সভরেন্টি'র ব্যানারে একদল লোক আগে থেকেই অবস্থান নেয় এবং পরে আদিবাসী শিক্ষার্থীরা সেখানে পৌঁছালে হামলা চালায়।

এ হামলার ঘটনায় শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি তখন জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি ছিলেন। পরে তাকে বহিষ্কারও করা হয়।

তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ জানায়, আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা হয়। গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিব মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

এ নিয়ে মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

Comments

The Daily Star  | English

Clashes halt services at National Institute of Opthalmology

There is no atmosphere to provide services at the hospital, said its director Prof Khayer Ahmed Chowdhury

31m ago