উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় গতরাতে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, তারা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

এ ঘটনায় গতরাতেই একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, গতরাত ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে একটি বেপরোয়া মোটরসাইকেল একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
সেসময় সেই রিকশাচালক এবং অন্য একটি মোটরসাইকেলের আরোহী ওই দম্পতি প্রতিবাদ করেন। এতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়। এরপর তারা ফোন করে লোকজন ডাকে।

কিছুক্ষণের মধ্যেই আরও কিছু যুবক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ধারালো অস্ত্র নিয়ে ওই দম্পতির ওপর হামলা করে। এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর স্থানীয়রা দুই হামলাকারীকে ধরে মারধর করে পুলিশে দেয়।

এর আগে, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ ঘটনায় জড়িত দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাং সদস্যরা। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা করে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago