সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শ্যালক সোহান গ্রেপ্তার

হারিছুর রহমান সোহান। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার শ্যালক হারিছুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ভোরে ঢাকার বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়, সোহান ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা অন্তত তিন মামলার আসামি তিনি।

তবে, সংবাদ বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামান মিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

পুলিশ ও পরিবহন খাত সূত্রে জানা যায়, সোহান ঢাকায় আসাদুজ্জামান মিয়ার ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করতেন।

২০১০ সালে অভিবাসীকর্মী হিসেবে সৌদি আরব যান সোহান। দুই বছর পর তিনি প্রায় খালি হাতে দেশে ফেরেন। সোহানের স্বর্ণ ও পরিবহন ব্যবসা আছে। ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় তার ৪৩ শতাংশ জমি ও ঢাকার শান্তিবাগে একটি ফ্ল্যাট আছে।

সোহানের সাবেক এক ব্যবসায়িক অংশীদার দ্য ডেইলি স্টারকে জানান, তার বেশিরভাগ বিনিয়োগ আসাদুজ্জামান মিয়ার কাছ থেকে আসে এবং তিনি এসব ব্যবসা দেখাশোনা করেন।

নথিপত্রে দেখা গেছে, সোহানের নামে গুলশান চাকা ও মৌমিতা পরিবহনে শেয়ার আছে। আসাদুজ্জামানের স্ত্রী, ছেলে ও পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়স্বজনদেরও সেখানে বিনিয়োগ রয়েছে।

আসাদুজ্জামান ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনার ছিলেন।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

54m ago