চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: সাভার থেকে গ্রেপ্তার ৩, ডিউটি অফিসার বরখাস্ত

গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম, মো. সবুজ ও মো. শরীফুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় ঢাকার সাভারের গেন্ডা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেছেন, এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের 'আমরি ট্রাভেলসের' একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বাসটিতে তিন ঘণ্টা ধরে ডাকাতি চলে। পরে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে ডাকাতেরা নেমে যায়।

শুরুতে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।

এ ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়। বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে তিনি বলেন, ডাকাতরা মারধর করে যাত্রীদের টাকা, মোবাইল ফোন ও অলঙ্কার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাসে থাকা দুই থেকে তিনজন নারীকে যৌন নিপীড়ন করে।

 

Comments

The Daily Star  | English

Standard Chartered suspends ‘Add Money’ from MFS apps

The move comes as various users alleged that they were victims of fraud attacks

2h ago