অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯ জন

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪১ জন।

আজ শনিবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আট হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Comments

The Daily Star  | English
Chattogram port Imports

Reducing penalty on false declarations will encourage smuggling: experts

In the Finance Ordinance 2025–26, presented on Monday, the government proposed amending the Customs Act 2023 and revising the penalty structure for tax evasion related to intentional false declarations during import clearance, reducing the minimum fine from twice the evaded amount to an equivale

24m ago