ঢাবির নারী শিক্ষার্থীকে হেনস্তা: গ্রেপ্তার ব্যক্তির জামিন

অর্নব সরদারকে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান অভিযুক্তকে ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করেন।

এছাড়া অভিযোগকারী তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন বলেও জানিয়েছে আদালত সূত্র। 

ছাত্রী হেনস্তার অভিযোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বুকবাইন্ডারের কাজ করা অর্ণবকে শাহবাগ থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই তার মুক্তির দাবিতে গতকাল রাত থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত শাহবাগ থানায় জড়ো হয়ে অবস্থান করে 'তৌহিদী জনতা' পরিচয়ে একদল লোক। 

 

Comments

The Daily Star  | English

Robert Redford, Hollywood’s ‘Sundance Kid’, rides into the sunset at 89

Oscar-winning actor and director founded Sundance Festival, championed independent cinema

40m ago