সাবেক এমপি জোয়াহেরুলের বাড়ি দখলের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলে টাকার জন্য হত্যা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল ও লুটপাটের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাতে অভিযুক্ত মরিয়ম মোকাদ্দেসকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাতে টাঙ্গাইল সদর থানায় মরিয়মকে আসামি করে মামলা করেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান।

পুলিশ জানায়, গ্রেপ্তার মরিয়মের বাড়ি বাসাইল উপজেলায়। তিনি নিজেকে অলাভজনক সংগঠন আল মোকাদ্দেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

মামলায় রওশন আরা অভিযোগ করেন, রোববার শহরের আকুরটাকুর পাড়ায় অবস্থিত তাদের বাড়ির পঞ্চম তলার তালা ভেঙে মরিয়ম এবং ৮/৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নগদ পাঁচ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘরে নিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। ঘটনা সম্পর্কে জানতে চাইলে মরিয়ম রওশন আরাকে বলেন, এই বাড়িতে থাকতে হলে আপনাকে ১০ কোটি টাকা দিতে হবে, অন্যথায় আগামী সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, মামলার পর রাত ১২টার দিকে শহরের হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে মরিয়মকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গতকাল মরিয়ম আওয়ামী লীগ নেতার বাড়িতে ১৭ জন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের সেখানে নিয়ে যায়। পরে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাদের পূর্ববর্তী আশ্রয়স্থলে ফেরত পাঠায়।

এ সময় পুলিশ মরিয়মকে এই ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করলেও পরে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago