মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরুর আশা করছি: আইন উপদেষ্টা

সংবাদ ব্রিফিং করছেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাগুরায় শিশু ধর্ষণের বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, অতীতে নজির আছে ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শুরুর।

আসিফ নজরুল বলেন, 'সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এখানে যে বর্বরতা যে নির্মমতা যে পাশবিকতা হয়েছে, এটা শুধু এই বিচার না এটা হচ্ছে যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা মেসেজ হবে।'

'রাষ্ট্র এগুলো কোনোভাবেই ক্ষমা করবে না' মন্তব্য করে তিনি বলেন, 'এটা শুধু এই মেয়েটির বিরুদ্ধে অপরাধ না, এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজগত আছে, যে কালেকটিভ কালচার আছে, আমাদের যে একটা আত্মমর্যাদা বোধ আছে, এটার প্রতি অপরাধ। এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।'

উপদেষ্টা বলেন, 'সাত দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি। আমি বিচারের স্বাধীনতার কথা বলছি। আমি বলেছি অতীতে নজির আছে ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার। ৭-৮ দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এমন নজির আছে ফলে আমরা আশাবাদী।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago