যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক

আবদুস সোবহান মিয়া গোলাপ। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ, ৯ ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, 'আব্দুস সোবহান গোলাপ তার সরকারি পদ ও সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। এসব সম্পত্তির মূল্য প্রায় ৩২ কোটি টাকা।'

মামলার এজাহারে বলা হয়, গোলাপের অঘোষিত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া তার নিজের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

গোলাপের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

 

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago