প্লট বরাদ্দে অনিয়ম

হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাকি ১৬ জন হলেন-প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াসি উদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। রাজউকের কর্মকর্তাদের মধ্যে আছে- প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সদস্য (এস্টেট ও ভূমি) মো. খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ)  কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাস, প্রাক্তন সদস্য (পরিকল্পনা) মো. নাসির উদ্দিন, প্রাক্তন সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জিনিয়ার) শামসুদ্দিন আহমেদ চৌধুরী (অব.), উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাফিজুর রহমান,  উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাবিবুর রহমান, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রাক্তন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন মামলার তদন্ত প্রতিবেদন ও অন্যান্য নথি যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন।

ঢাকা, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, মতিঝিল, রমনা, উত্তরা, মিরপুর, কাফরুল, গাজীপুর সদর, কুমিল্লার মুরাদনগর, গোপালগঞ্জের কাশিয়ানী, লক্ষ্মীপুরের রামগতি, চট্টগ্রামের বাঁশখালী, শেরপুর সদর, ফরিদপুর সদর ও ময়মনসিংহের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৪ মের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্র দাখিলের সময় মালামাল ক্রোক ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে, গত ১২ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। শুরুতে মামলায় ১৬ জনকে আসামি করা হলেও তদন্তে আরও দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ১০ কাঠা পরিমাপের ছয়টি প্লট রয়েছে।

এছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নয়টি প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে নামে দুদক। ২০২৪ সালের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে কমিশন।

Comments

The Daily Star  | English

Challenges in Policing: Police stations buckling under budget strain

The government also supplies police stations with some of the items they request each month, but only a portion of the demand is met.

12h ago