মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

শিশুটির মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন তার মা। ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্রটি জমা দেন।

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত শেষে আজ রোববার রাতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে মৃত শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির বোনের স্বামী সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চার্জশিট আজই দাখিল করা হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, তাই আমি বিশ্বাস করি বিচার দ্রুত গতিতে এগোবে। আমি আশাবাদী।

আট বছর বয়সী শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৩ মার্চ মারা যায়।

গত ৮ মার্চ শিশুটির মায়ের দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago