না কিনেই ফ্ল্যাটের মালিক: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা

টিউলিপ
টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বেআইনিভাবে ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার এ মামলা করা হয়েছে বলে দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, টিউলিপ কোনো টাকা ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২ এর ৭১ নম্বর রোডের একটি ফ্ল্যাট নিয়েছেন।

দুদক মহাপরিচালক জানান, মামলায় রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তবে রাজউকের সাবেক আইন উপদেষ্টা মো. সেলিম এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম মারা যাওয়ায় মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করেনি দুদক। মো. সেলিম ছিলেন প্রয়াত স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাই।

Comments

The Daily Star  | English

Little headway made in stolen arms recovery

Since the rewards declaration, only 25 firearms and 190 rounds of ammunition were recovered

12h ago