ভাটারায় ‘ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো’ যুবক গ্রেপ্তার

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ হামলাকারীকে শনাক্ত করে। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার আলিনুর পাভেল ওরফে পাভেলের (৩২) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল গভীর রাতে পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়ার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে গিয়ে গালিগালাজ করে। 

তারা সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা হুমকি দিয়ে পালিয়ে যায়। 

পরে এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়। 

মামলার তদন্তকালে ডিবি পুলিশ ওই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে।

পরে গতরাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে পাভেলকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

56m ago