আনিসুল, ইনু, শাজাহানসহ ১৯ জন ট্রাইব্যুনালে

ছবি: প্রবীর দাশ/ স্টার

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাসহ ১৯ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালে যাদের হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং দীপু মনি।

এছাড়াও মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা - সালমান এফ রহমান এবং তৌফিক-ই-এলাহী চৌধুরীও আসামি।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

জুলাই আন্দোলনে সহিংসতা পরিকল্পনা বা মদদ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আজ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

প্রিজন ভ্যান থেকে জুনাইদ আহমেদ পলক অসন্তোষ প্রকাশ করে বলেন, 'একটি দেশ এভাবে চলতে পারে না, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়।'

শাজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, 'আমরা রাজাকারদের হাতকড়া পরাইনি, আমাদের কেন হাতকড়া পরানো হয়েছে? এটা লজ্জাজনক।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago