ধামরাইয়ে চালক-সহকারীকে বেঁধে রেখে তেলভর্তি ট্রাক লুট

Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার ধামরাই উপজেলায় চালক ও তার সহকারীকে (হেলপার) বেঁধে রেখে পামওয়েলবোঝাই একটি ট্রাক লুট করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তিনি উল্লেখ করেছেন, গতকাল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কামাল ওয়েল মিলস লিমিটেড কোম্পানি থেকে ৭৫ ড্রাম (১৪ দশমিক পাঁচ টন) পামওয়েল নিয়ে তিনি পাবনার উদ্দেশে রওনা হয়েছিলেন। সঙ্গে ছিলেন তার সহকারী (হেলপার) মাসুম।

আনুমানিক রাত দেড়টার দিকে বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি পিকআপ ভ্যানে চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা শ্যামল ও মাসুমকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে এবং কাপড় ও রশি দিয়ে তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে, উল্লেখ করেন শ্যামল।

ট্রাকচালক আরও উল্লেখ করেছেন, দুর্বৃত্তদের একজন ট্রাক চালিয়ে চলে যান এবং বাকি তিনজন তাদের পিকআপ ভ্যানে তুলে মারধর করতে থাকেন। আনুমানিক এক ঘণ্টা পর ধামরাইয়ের জয়পুরা এলাকায় তাদের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যান। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তারা মুক্ত হন। পুলিশ তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের একাধিক টিম লুট হওয়া ট্রাক উদ্ধারে অভিযান পরিচালনা করছে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago