মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি শুরু

ফাইল ছবি

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ আজহারুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের যুক্তি উপস্থাপনের মাধ্যমে শুনানি শুরু করে।

জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ারসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আদালতে উপস্থিত আছেন।

গত ২৭ ফেব্রুয়ারি এ টি এম আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নতুন করে আপিলের সুযোগ দিয়েছিলেন আপিল বিভাগ। সেদিন আপিল শুনানির জন্য গত ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল। সেদিন শুনানির দিন পিছিয়ে ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়।

আপিল বিভাগ ২০১৯ সালের ৩১ অক্টোবর আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রাখে। মুক্তিযুদ্ধের সময় রংপুরে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত-১ তাকে দোষী সাব্যস্ত করার প্রায় পাঁচ বছর পর, তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেযন।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য সুপ্রিম কোর্টের রায়ের পর জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Experts from four countries invited to probe into Dhaka airport fire: home adviser

Says fire that spread fast due to chemicals, garment materials was contained in time

14m ago