মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুলের আপিলের রায় ২৭ মে

ফাইল ছবি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ আপিলের শুনানি শেষ করে এই তারিখ ধার্য করেন।

আজ আজহারুলের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

শুনানির সময় আদালতে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে নতুন করে আপিল করার অনুমতি দেয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে শীর্ষ আদালত এই আদেশ দেয়।

আপিল বিভাগ ২০১৯ সালের ৩১ অক্টোবর আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রাখে। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ মুক্তিযুদ্ধের সময় রংপুরে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত-১ তাকে দোষী সাব্যস্ত করার প্রায় পাঁচ বছর পর সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago