মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ওসি প্রদীপ, এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

মেজর সিনহা হত্যার রায় ২০২৫
সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

একই মামলায় আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আদালত।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগির হোসেনের বেঞ্চ ডেথ রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এই রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের রায়ের বিস্তারিত বিবরণ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে জানা যাবে।

প্রদীপের আইনজীবী মোহাম্মদ মুনসুরুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তার মক্কেল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন।

তিনি আরও বলেন, আপিল করার পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত থাকবে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরীক্ষা করার জন্য বিচারিক আদালতের রায়ের নথি হাইকোর্টে পৌঁছায় ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago