বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।'

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুরের গাছা থানার সামনে গণমাধ্যমকে তিনি বলেন, 'দুর্নীতি যদি কোনো অবস্থায় কন্ট্রোলে আনতে পারতাম। আমরা লোকজনকে সচেতন করব এবং কেউ যাতে দুর্নীতি না করে সেটা বলব।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুলিশের সংস্কার কনটিউনিও হচ্ছে। আমরা দেখলাম, একটা পাইলট প্রজেক্ট নেওয়া হচ্ছে। জিডি ও মামলা পুলিশ নিতে চায় না। এ জন্য এটা অনলাইনে দিতে চাই। এটা পুরো বাংলাদেশে শুরু করে দেবো। যেমন দেখছেন, এখন পাসপোর্টে পুলিশ ভ্যারিফিকেশন দরকার পড়ে না।'

তিনি বলেন, 'রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো ঘর করে দেবো, অন্যরাও দেখতে পারবে, খারাপ আচরণ করা হচ্ছে কি না।'

মামলা বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, 'মামলা বাণিজ্য বন্ধ করার জন্য অনলাইনে (জিডি ও মামলা) করা হচ্ছে। মামলা বাণিজ্যে দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ৮৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, ৩০-৪০ জনকে বাড়িতে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'আগে নামে-বেনামে পুলিশ মামলা করত। এখন জনগণ মামলা দিচ্ছে। জনগণ ১০-১৫ জনের নাম দিচ্ছে, ২০০-২৫০ বেনামে দিচ্ছে। এ জন্য তদন্তে দেরি হচ্ছে।'

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের ভেতরে যদি মিথ্যা সংবাদ হয়, তাহলে দুর্নীতি যারা করে তারা সুবিধা পায়, পার্শ্ববর্তী দেশও সুবিধা পায়।'

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago