কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, কৃষকদল নেতাসহ ৩ জনের নামে মামলা

নৌকাডুবি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণের সময় চাঁদা না দেওয়ায় এক কৃষি কর্মকর্তাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার রমনা ইউনিয়নের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক নামে ওই  উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিলমারী থানায় মামলা দায়ের করেছেন। এতে চিলমারী উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চলছিল। এ সময় কৃষকদল নেতা সাদ্দাম, হাফিজুর ও নজরুল  উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজ্জাকের কাছে চাঁদা দাবি করেন। 

রাজ্জাক তখন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিতরণ কাজে বাধা দেন। এ সময় দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে রাজ্জাককে মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন।

আব্দুর রাজ্জাক বলেন, 'তারা আমার কাছে চাঁদা দাবি করেছিল। রাজি না হওয়ায় আমাকে প্রকাশ্যে মারধর করেছে। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি মামলা করেছি।'

চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, 'বিষয়টি আমাদের নিরাপত্তা ও সামাজিক সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে।' 

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু বলেন, 'ঘটনা সম্পর্কে আমি জানি না। তবে খোঁজ নিয়ে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, 'এরইমধ্যে মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

18h ago