ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়েছে এবং আজ বিকেলে এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সাংবাদিকদের জানান, আজ সকালে এই অভিযোগ দাখিল করা হয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় দেশব্যাপী। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।
Comments