কুমিল্লায় ধর্ষণ: ‘মব’ উসকে দেওয়ার পরিকল্পনাকারী গ্রেপ্তার

গ্রেপ্তার শাহ পরান। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীকে পিটিয়ে তার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার শাহ পরান (২৮) ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। 

কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ শুক্রবার ঢাকায় র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান র‍্যাব-১১ এর কমান্ডিং অফিসার এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, তারা দুই ভাই ওই নারীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।

এ ছাড়া, পারিবারিক ও অন্যান্য বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। প্রায় দুই মাস আগে এক সালিশ বৈঠকে শাহ পরানকে মারধর করেন ফজর আলী। এরপর থেকে শাহ পরান প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, গত ২৬ জুন ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে শাহ পরান তা জানতে পারেন এবং একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে কয়েকজন লোককে ডেকে আনেন।

পরে তারা ফজর আলী ও ওই নারীকে মারধর করে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

পরে ফজর আলীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Comments