গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'মার্চ টু গোপালঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও এম রকিবুল হাসান নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ওই এলাকার যাচ্ছিলেন। এসময় ২০-৩০ জন 'দুর্বৃত্তের' একটি দল অতর্কিতে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

এ ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন, 'হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।'

এখন নিরাপদে আছেন বলেও জানিয়েছেন ইউএনও।

এর আগে, সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মার্চ টু গোপালগঞ্জ'।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago