ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবার বা আইনজীবীকে জানাতে হবে

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলন করেন। ছবি: সংগৃহীত

ফৌজদারি কার্যবিধির সংশোধিত প্রস্তাব পাস হয়েছে উপদেষ্টা পরিষদে। নতুন কার্যবিধি অনুযায়ী, কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবার বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, 'বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট, বিশেষোজ্ঞসহ সবার সঙ্গে বৈঠক করে আমরা সংশোধনটি চূড়ান্ত করেছি। এই অ্যামেন্ডমেন্ট কার্যকর হওয়ার পর কাউকে গ্রেপ্তারের সময় যিনি পুলিশ অফিসার থাকবেন, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেমপ্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে।'

'যিনি গ্রেপ্তার হচ্ছেন তিনি চাওয়ামাত্র পুলিশকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। থানায় নেওয়ার পর যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃতের পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে, যে কারণে বা যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে হবে। কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না,' বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, 'গ্রেপ্তারকৃতের শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলেন যে তিনি অসুস্থ বোধ করছেন, অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে।'

তিনি আরও জানান, নতুন কার্যবিধি অনুযায়ী প্রতিটি গ্রেপ্তারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে, ডিটেইল তথ্য থাকতে হবে—কাকে, কেন, কোন অভিযোগে, কী আইনে গ্রেপ্তার করা হয়েছে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিস্তারিত থাকতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, 'সন্দেহের অভিযোগে কাউকে গ্রেপ্তার করলে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে কেন ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলো এবং কেন মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা থাকতে হবে।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

33m ago