চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে পাঁচজন আটক হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় গুলশান এলাকার ৮৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২) ও সাদাব (২১) এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) ও সদস্য আমিরুল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে ওই পাঁচজন শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। সে সময় তিনি বাড়িতে না থাকায়, পাঁচজন তার স্বামীর কাছে এই দাবি জানান।'

হাফিজুর আরও বলেন, 'অভিযোগ রয়েছে, ১৭ জুলাই তারা ওই বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা নিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তারা বাকি ৪০ লাখ টাকা নিতে আবার যান।'

'পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করি,' বলেন তিনি।

হাফিজুর জানিয়েছেন, শাম্মী আহমেদের স্বামী আবু জাফর এ বিষয়ে একটি চাঁদাবাজির মামলা করবেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্না, সিয়াম ও সাদাবকে সাংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সাংগঠনটির সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments