‘ধাক্কা পার্টি’র দুজন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত জুথী আক্তার। তার নামে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে। ছবি: সংগৃহীত

ছুটির দিনে সময় পেয়ে মার্কেটে গেছেন কেনাকাটা করতে। কোনো একসময় হঠাৎ চারপাশে কয়েকজনের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গেলেন, কিংবা একাধিক দিক থেকে কয়েকজন আপনাকে ধাক্কা দিলো। পরক্ষণেই হয়তো দেখতে পেলেন, আপনার সঙ্গে থাকা দামী কোনো জিনিস মুহূর্তেই হাওয়া হয়ে গেছে।

এমনই একটি সংঘবদ্ধ চক্রের দুজন সদস্যকে শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেখানে উপস্থিত লোকজন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনই নারী—জুথী আক্তার (২২) ও শাহনাজ বেগম (৪২)। জুথী দীর্ঘদিন এই অপরাধ করে আসছেন এবং শাহনাজ ঘটনার দিনই ওই চক্রের হয়ে প্রথম এসেছিলেন।

ওসি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার এই 'ধাক্কা পার্টি'র সদস্য পাঁচজন। তারা ঢাকা ও ঢাকার বাইরে বড় মার্কেটে ভিড়ের সময় উপস্থিত হয় এবং কাউকে লক্ষ্য বানিয়ে তাকে হঠাৎ ধাক্কা দিয়ে অপ্রস্তুত করার মাধ্যমে মোবাইল, স্বর্ণালঙ্কার, টাকা, মানিব্যাগসহ দামি জিনিস নিয়ে যায়।

মামলার এজহার অনুযায়ী, একই প্রক্রিয়ায় শুক্রবার বিকেল ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিংমলের সপ্তম তলার লিফটের সামনে এক নারীকে ধাক্কা দিয়ে তারা চলে যান। মুহূর্তেই ওই নারী বুঝতে পারেন যে তার ভ্যানিটি ব্যাগ থাকা ৪০ হাজার টাকা কেউ নিয়ে নিয়েছে এবং তড়িৎ তিনি আসামিদের সন্দেহ করে দাঁড়াতে বললে তারা দ্রুত ওই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। তখন আশেপাশের লোকজন তাদের আটক করে।

পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশে আরও কয়েকজন দেখতে পান, তাদেরও নানা ধরনের জিনিস সঙ্গে নেই। তখন লোকজনের জেরায় তারা স্বীকার করেন যে তারাই এই টাকা ও জিনিসপত্র নিয়েছেন। এরপর নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তাদের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় তারা তিনজন থাকলেও একজন কৌশলে পালিয়ে গেছেন এবং বাকি দুজন ধরা পড়েছেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আসামিদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা এবং প্রায় দুই লাখ টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

জুথীর সম্পর্কে খোঁজ করতে গিয়ে দেশের বেশ কয়েকটি থানায় তার নামে মামলার তথ্য পেয়েছে পুলিশ। বাগেরহাটের মোড়লগঞ্জ ও সদর, খুলনা সদর, মানিকগঞ্জ সদর, ঢাকার নিউমার্কেট থানায় তার নামে ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

ওসি মোবারক জানান, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Comments

The Daily Star  | English
Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Abu Shadik Kayem won 14,042 votes while Abidul Islam Khan, from the Jatiyatabadi Chhatra Dal-backed panel, got 5,708 votes.

2h ago