নেত্রকোণায় যুবককে পেটানোর অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলা

নেত্রকোণা
স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

যুবককে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দুর্জয় (১৮) নামে ওই যুবক উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

তাকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবির গত রোববার নেত্রকোণার আটপাড়া আদালতে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত ইতোমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

এজাহার অনুসারে, গত ২৪ মার্চ ঈদুল ফিতরের আগে বানিয়াজান ইউনিয়ন পরিষদে দুই হাজার ৩৭ জন উপকারভোগীকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। সে সময় লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে ইউএনও ঘটনাস্থলে যান এবং পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে পেটান।

বাদীর আইনজীবী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, মামলার সঙ্গে মারধরের ভিডিও সংযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদী রায়হান কবির ডেইলি স্টারকে বলেন, 'আমি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ইউএনও পুলিশ নিয়ে এসে দুর্জয়কে লাঠি দিয়ে পেটান। আমরা থামানোর চেষ্টা করলেও তিনি থামেননি। একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ শোভন নয়।'

'আমি সেদিন চাল নিতে গিয়ে ভিড়ের কারণে বাঁশের বেড়া ভেঙে পড়ে যাই। তখন ইউএনও এসে আমাকে মারধর করেন এবং বিকেল ৪টা পর্যন্ত আটকে রাখেন,' বলেন দুর্জয়।

যোগাযোগ করা হলে ইউএনও রুয়েল সাংমা অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি কাউকে মারিনি। কয়েকজন চাল লুটের চেষ্টা করছিল, তাই আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।'

এ বিষয়ে মন্তব্য জানতে নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিষয়টি তদন্তাধীন।'
 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago