সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা। ফাইল ছবি

গৃহযুদ্ধ বাঁধিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পুলিশের ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা মামলা আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন।

তবে, মামলার অপর অভিযুক্তদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিচারক আদেশে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, সিআইডির (সাইবার তদন্ত ও অপারেশনস) সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা মো. এনামুল হক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এতে বলা হয়, হাসিনা ও অন্যরা গৃহযুদ্ধ বাঁধিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।

এ অভিযোগে গত ২৭ মার্চ সিআইডি হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করে।

শুনানির পর ম্যাজিস্ট্রেট সিআইডিকে বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণী অনুযায়ী, সিআইডি ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত একটি অনলাইন সভার তথ্য পায়, যেখানে অংশগ্রহণকারীরা "জয় বাংলা ব্রিগেড" নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে এবং গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা করে। দেশ-বিদেশের মোট ৫৭৭ জন সভায় উপস্থিত ছিলেন এবং হাসিনার নির্দেশের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।

ভার্চুয়াল সভার আহ্বায়ক আওয়ামী লীগের মার্কিন শাখার সহ-সভাপতি রাব্বি আলমকে মামলার দ্বিতীয় আসামি হিসেবে নামকরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago