দেখামাত্র গুলির ওয়্যারলেস বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাস ৩ দিনের রিমান্ডে

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের একটি রেডিও বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল অমি দাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

বাংলাদেশ পুলিশের টেলিকম শাখার সদস্য অমি দাস (৩১) খুলশী থানায় কর্মরত ছিলেন। ঘটনার পরপরই সিএমপি কমিশনার তাকে সাময়িক বরখাস্ত করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, খুলশী থানা থেকে গতকাল অমি দাস গ্রেপ্তার হন। থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান সোহেল রানা সরকারি গোপনীয়তা আইন, ১৯২৩ এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশে তার বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযান বা টহলের সময় অস্ত্রধারী ব্যক্তির মুখোমুখি হলে আত্মরক্ষার্থে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে—সিএমপি কমিশনারের এই বার্তা অমি দাস তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করেন। এরপর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago