ইউএনওর বাসভবনে হামলা: উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার

আজাদুর রহমান সুজন | ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারের পর আজ শনিবার অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

এদিন বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সব পর্যায়ের নেতাকর্মীদের সুজনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

এর আগে র‌্যাব-১৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সুজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। তারা বাসভবনের গেট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা মারাত্মক জখম হন। এছাড়া তাদের হত্যার হুমকি দেওয়া হয়। হামলার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।

ওই ঘটনায় মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, আজাদুর রহমান সুজনকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago