পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

শেখ হাসিনা। ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা একটি লকার জব্দ করেছে।

লকারটি রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় আছে।

আজ বুধবার সকালে এ অভিযান চালানো হয় বলে এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ হাসিনার নামে খোলা লকারটির নম্বর ১২৮। তবে দুটি চাবির একটি এখনো শেখ হাসিনার কাছে থাকায় সিআইসি লকারটি খুলতে পারেনি।

এই কর্মকর্তা বলেন, 'দুটি চাবি একসঙ্গে ব্যবহার করেই কেবল লকার খোলা সম্ভব। শেখ হাসিনা বর্তমানে পলাতক থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আমরা লকার খোলার উদ্যোগ নেব।'

গত বছর ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্ত করছে এনবিআর। এর অংশ হিসেবে তার ব্যাংক হিসাবগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

15 military officers held in army custody taken to ICT amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

17m ago