মুন্সিগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

মুন্সিগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে আজ রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নোমান আহাম্মেদ (২১) কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি গজারিয়ার একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ওই শিশুর বাবা স্থানীয় সাংবাদিকদের বলেন, 'গতকাল রাতে ছেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে জানায় সে আর ওই মাদ্রাসায় পড়তে চায় না। পরে আমরা তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। তাদের পরামর্শে আজ সকালে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।'
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, 'খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'
Comments