জামালপুরে নাশকতার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত

জামালপুর সদরে নাশকতার মামলায় একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১২টার দিকে জামালপুর সদরের পৌর এলাকা থেকে 'দৈনিক জনবানী'র নিজস্ব প্রতিবেদক ও 'সংবাদ সারাবেলা'র জেলা প্রতিনিধি মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক দ্য ডেইলি স্টারকে বলেন, '১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় দায়ের করা নাশকতা মামলায় মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।'

মামলার নথি অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি শহরের তমালতলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করলে ছাত্রদল নেতা সুমিল তাদের বাধা দেন। এ সময় সংঘর্ষের ঘটনায় সুমিল মারধরের শিকার হন।

এ ঘটনায় বিএনপি নেতা শামীম আহমেদ বাদী হয়ে সাইদুর রহমান সরকারকে প্রধান আসামি করে মোট ৯৩ জনের নাম উল্লেখসহ আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এই মামলায় সাংবাদিক মাসুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। যদিও তিনি মামলার নামীয় আসামি নন।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

3h ago