চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা ঘুষসহ আটক

ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায়কে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বিকেলে কাস্টমস হাউসের দ্বিতীয় তলায় রাজস্ব মূল্যায়ন শাখা-৭ থেকে দুদক সদস্যরা তাকে আটক করেন।
দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের উপপরিচালক (ডিডি) সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, রাজীব রায়কে একটি পক্ষের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া ৩০ হাজার টাকাসহ আটক করা হয়েছে।
এদিন রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন প্রস্তুত করার সময় পর্যন্ত এই কর্মকর্তা দুদকের হেফাজতে ছিলেন।
Comments