অভিযানে না গিয়ে থানায়, মোহাম্মদপুরের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশন ও থানার কর্মরত ডিউটি অফিসারকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে থাকার কথা ছিল এই কর্মকর্তাদের। কিন্তু সেসময় থানা পরিদর্শনে গিয়ে দেখতে পান, তিনজনই থানায় বসে আছেন।
থানার একটি সূত্র জানায়, ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল আলীম ও মোহাম্মদপুর অঞ্চলের এসি এ কে এম মেহেদী হাসান দুপুরের খাবার খেতে থানায় এসেছিলেন। তখনই অতিরিক্ত কমিশনার থানা পরিদর্শনে আসেন।
তিন কর্মকর্তাকে 'দায়িত্বজ্ঞানহীন' ও 'কাণ্ডজ্ঞানহীন' আখ্যা দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, তিনি ইতোমধ্যে কমিশনারকে এ ব্যাপারে জানিয়েছেন। কর্মকর্তাদের আপাতত প্রত্যাহার করা হয়েছে। সামনে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
Comments