রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৪৪

রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে পুলিশ। ছবি: ডিএমপির সৌজন্যে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন ইউনিট এই আটক অভিযানে অংশগ্রহণ করে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫০ জনকে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ২৭ জনকে, ডিএমপির তেজগাঁও বিভাগ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে ও উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।'

এসব মিছিলে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকেও কর্মীরা এসেছেন বলে জানান তিনি।

‎নজরুল ইসলাম আরও ‎বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও  এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

14h ago