পাহাড়ের তুচ্ছ ঘটনা বড় আকারে রূপ দেওয়ার চেষ্টা হয়: র‌্যাব মহাপরিচালক

একেএম শহিদুর রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া

খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, 'এর পেছনে কোনো না কোনো ইন্ধন আছে।'

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, 'পাহাড়ের ঘটনায় যদি বলি যে, এখানে খুব তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধানসহ যাবতীয় কাজ করছিল। তারপরও আমরা দেখলাম যে, পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়।'

'এর পেছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসনের এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত হবে এবং আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবিলা করা হবে,' বলেন তিনি।

ইন্ধন কার—জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'এ নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আমরা বুঝতে পারব।'

র‌্যাবের কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের গোয়েন্দা তথ্য যা আছে, এই মুহূর্তে সেটা আমরা বলছি না। তদন্ত সম্পন্ন হলে আপনারা এ বিষয়ে জানতে পারবেন।'

নির্বাচনকে সামনে রেখে র‌্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার আছে, আমরা মাদক অভিযানও পরিচালনা করছি। দুষ্কৃতিকারী-সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়—এ রকম অপরাধে যারা অপরাধী, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago