চাঁনখারপুলে ৬ হত্যাকাণ্ড: আইসিটিতে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাঁখারপুলে ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেবেন এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আইসিটি প্রসিকিউটর টিম এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে, আজ দুপুর ২টায় ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে আসিফ মাহমুদের।
গত ১১ আগস্ট ট্রাইব্যুনাল-১-এ শুরু হয় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার।
এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান; তৎকালীন ডিএমপি যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী; প্রাক্তন অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম; প্রাক্তন সহকারী কমিশনার (রমনা জোন) মোহাম্মদ ইমরুল; শাহবাগ থানার প্রাক্তন পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম।
Comments