চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার অনুমতির আবেদন বসুন্ধরা চেয়ারম্যান আকবর সোবহানের

আহমেদ আকবর সোবহান। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও তার পরিবারের চার সদস্য।

অপর চারজন হলেন—শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান ও আরেক ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে তারা এ আবেদন দেন।

আবেদনে তাদের আইনজীবী খোরশেদ আলম বলেন, আবেদনকারীরা বিভিন্ন রোগে ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। এজন্য তাদের ওপর দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।

শুনানি শেষে বিচারক সাব্বির ফয়েজ তদন্ত দলের প্রধানকে আদেশ দেওয়া হোক বা না হোক, ২৬ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বিদেশে যাওয়ার আবেদনের শুনানির জন্য একই তারিখ নির্ধারণ করেছেন বিচারক।

গত বছরের ২১ অক্টোবর একই আদালত দুর্নীতির অভিযোগে শাহ আলম এবং তার পরিবারের সাত সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন।

ওই তারিখে দুদকের আবেদনে বলা হয় যে শাহ আলম, আফরোজা, সাদাত, আনভীর, সানভীর, সাফওয়ান, সোনিয়া এবং সাবরিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago