শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গিয়ে অবরুদ্ধ র‌্যাব, উদ্ধার করল পুলিশ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ২০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় আল হেরা হাসপাতালের পাশে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও একটি প্রসাধনী সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

এ সময় ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মারুফ বলেন, 'তারা দোকানে ঢুকে কোনো কথা না শুনে একের পর এক মালামাল জব্দ করতে শুরু করেন।'

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'র‌্যাব সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছিলেন। সেখানে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষত, সাদা পোশাকে দুজন অভিযানে অংশ নেওয়ায় ব্যবসায়ীদের সন্দেহ হয় এবং তারা মব সৃষ্টি করেন।'

'পরবর্তীতে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,' বলেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে ছিলাম। দুপুর ২টার দিকে পুলিশ র‌্যাব সদস্যদের উদ্ধার করে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago