কিছু লোক নাইট কোচে এসে ব্যানার দেখিয়ে ভিডিও ফেসবুকে দেয়, ভয়ের কিছু নেই: ডিএমপি কমিশনার

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ 'একটি দলের' কর্মসূচি অধিকাংশই সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) সমাপনী আয়োজিত সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডিএমপি কমিশনার বলেন, 'এই লোকগুলো দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে, কোনো এক জায়গায় দাঁড়ায়, একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা এক মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে, বোধ হয় একেবারে কী মিছিল-টিছিল হয়ে কী হয়ে গেল!'

তিনি বলেন, 'এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, কোথাও কিছু একটা হলেই তো এটা খুবই ভাইরাল হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে টেকনোলজি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং প্যানিক হওয়ার কোনো কারণ নেই।'

সাজ্জাত আলী বলেন, 'একটি দল নিষিদ্ধ ঘোষিত দল, তারা ককটেল মারছে, নাশকতা করার চেষ্টা করছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করছে। অনেক অ্যারেস্টও আছে এবং গত রাতেও এক জায়গায় বোধ হয় ককটেল মেরেছে। আমরা সব সময় ভিজিলেন্ট (সতর্ক) আছি, শহরে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না হয়।'

নভেম্বরেই 'চমৎকার নির্বাচনী পরিবেশ' হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, 'গত তিন-চারটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুলিশের যে ট্রেন্ড ছিল—পোলিং সেন্টারগুলোতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। এগুলো বুঝতো, জানতো কিন্তু গত ১৭ বছরে তো ম্যাসিভ চেঞ্জ...এবং দুই লাখ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কী জানেই না এবং তারা নিজেরাও কোনোদিন ভোট দিতে পারে নাই!'

পুলিশের প্রশিক্ষণ চলছে জানিয়ে তিনি বলেন, 'একটা বিগ পপুলেশন তো এখন এই অবস্থায় আছে যে, জীবনে একবারও এখনো ভোট দেয় নাই। আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার, সারাদেশে এই ট্রেনিং চলছে, ডিএমপিতেও চলছে যে, পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউরড করতে হবে।'

'শুধু ট্রেনিং না, আমি সব সময়, সব প্রোগ্রামে, সব জায়গায় আমার অফিসারদের বলছি শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে। আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি যে, আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দুমাত্র ইনক্লাইন, দুর্বলতা আছে—আই রিজাইন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago