চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করেছে প্রশাসন। সেই সঙ্গে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি সামনে আছে। পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল—চকবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন।

যোগাযোগ করা হলে সিএমপি সদর দপ্তরের উপকমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, ওই চার পুলিশ সদস্য ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন এবং মিছিল দেখলেও তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে।

শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল বার্জার পেইন্টস অফিসের সামনে আকস্মিক মিছিল বের করে। সে সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে, পুলিশ উপস্থিত হওয়ার ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

কয়েক মাস আগে জিইসি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করলে খুলশী থানার এক প্রবেশনরি সাব ইনস্পেকটরকে (পিএসআই) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

19h ago