যশোরে জেল হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

গণপিটুনি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরে জেল হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে যুবদল কর্মী উজ্জ্বল বিশ্বাসের (৩৯)।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

উজ্জ্বল কেশবপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের ছোট ভাই। উপজেলা যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছিলেন উজ্জ্বল। ওই অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

উজ্জ্বল ছাড়াও গ্রেপ্তার করা হয় ভুলটি গ্রামের পলাশ (৩৫), আলমগীর হোসেন (৪০) ও মুলগ্রামের রাসেলকে (২৩)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উজ্জ্বলের বিরুদ্ধে ১০টি মামলা ছিল।

জেলার আবিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে "পাবলিক অ্যাসল্ট" উল্লেখ থাকা মেডিকেল সার্টিফিকেটসহ উজ্জ্বলকে কারাগারে আনা হয়। সে সময় তিনি স্বাভাবিক ছিলেন। কারাবন্দির নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে কারাগারের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের সন্দেহ দেখা দিলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।'

হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান যশোর জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ।

উজ্জ্বলের বড় ভাই আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেউ অপরাধী হতে পারে, কিন্তু মারধর করে মেরে ফেলা গ্রহণযোগ্য নয়। যা করার আইনগতভাবেই করা উচিত ছিল।'

মরদেহ পাওয়ার পর পরিবার পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেশবপুরে যুবদলের অনুমোদিত কমিটি নেই। উজ্জ্বলের নাম আহ্বায়ক কমিটিতে ছিল, তবে সেটা অনুমোদন পায়নি। তিনি দলের কর্মী হিসেবে কাজ করতেন, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বহিষ্কৃত হয়েছিলেন।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago