আইসিটিতে লে. কর্নেল রেদোয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন, চানখাঁরপুল হত্যা মামলার রায় ২০ জানুয়ারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ সাবেক বিজিবি কর্মকর্তাসহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি)।

অন্যদিকে রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জানুয়ারি ঘোষণা করা হবে।

আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দুই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর বিচারকরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রামপুরায় গত বছর ১৮ ও ১৯ জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভে ২৮ জনকে হত্যার অভিযোগে দুই সাবেক বিজিবি কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে ৬টি অভিযোগ গঠন করা হয়েছে। 

এ মামলার চার আসামির মধ্যে দুজন গ্রেপ্তার আছেন। তারা হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন।

আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক দুই আসামি হলেন—ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
আসামিদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল।

এসময় উপস্থিত দুই আসামিদের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, 'আপনারা কি দোষ স্বীকার করেন নাকি করেন না?'

জবাবে আসামি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন বলেন, তারা নির্দোষ। ট্রাইব্যুনালের কাছে তারা ন্যায়বিচার আশা করছেন।

ট্রাইব্যুনাল আদেশে বলেন, এ মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই। আসামিপক্ষের অব্যাহতির আবেদন বাতিল করা হলো। 

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার অভিযোগে ৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী ২০ জানুয়ারি ঘোষণা করবে ট্রাইব্যুনাল-১।

আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন। 

এ মামলার ৮ আসামির সবাই পুলিশের কর্মকর্তা ও সদস্য। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন। তিনি এখনও পলাতক। 

আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছর ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করে আসামিরা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago