রাজবাড়ীতে গণপিটুনিতে নিহত ১, অস্ত্রসহ আটক ১

উদ্ধার করা পিস্তল ও ওয়ান শুটারগান। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, চাঁদাবাজি করতে গিয়ে তিনি গণপিটুনিতে নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট হোসেনডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। এসময় মো. সেলিম নামে সম্রাটের এক সহযোগীকে দুটি অস্ত্রসহ আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সম্রাট হোসেনডাঙ্গায় নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকাসহ আশপাশে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে এলাকায় ফিরে হোসেনডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে চাঁদা দাবি করেন। গতকাল রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যান। এসময় বাড়ির লোকজন 'ডাকাত ডাকাত' বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয়। তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে সেলিম।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, 'এসময় পুলিশ সেলিম নামের একজনকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করে। সম্রাটের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

পুলিশ সুপার আরও জানান, সম্রাটের নামে পাংশা থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago